♠ Posted by newoffer at ৮:৩৬ PM
অমর একুশে বই মেলা উপলক্ষ্যে কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের জন্য মাত্র ৫০ টাকায় ‘বর্ণমালা’ নামে বিশেষ সুবিধা সম্বলিত এক নতুন সিম বিক্রির ঘোষণা দিয়েছে টেলিটক। আগামী সিম এর মত এই সিমেও থাকছে বিশেষ কিছু সুবিধা। চলুন দেখে আশা যাক কি কি সুবিধা থকাছে ‘বর্ণমালা’ সিমেঃ
বর্ণমালা সিমের সুবিধাঃ
কল চার্জঃ
- অন-নেট ৩০ পয়সা/মিনিট (১০ সেকেন্ড পালস)
- অফ-নেট ৬০ পয়সা/মিনিট (১০ সেকেন্ড পালস)
ডাটা প্লানঃ
- ৫০০ এমবি – ৭০ টাকা
- ১ জিবি – ১৩০ টাকা
- ৫ জিবি – ৪০০ টাকা
(উভয় ক্ষেত্রেই ভ্যাট প্রযোজ্য)
সিমটি কিনতে যা যা লাগবেঃ
- কলেজ বা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড এর ফটোকপি
- অভিভাবক এর ন্যাশনাল আইডি কার্ড এর ফটোকপি এবং
- দুই কপি ছবি
প্রাপ্তি স্থানঃ
বইমেলায় থাকা টেলিটক প্যাভিলিয়ন কিংবা সারা দেশের যেকোনো কাস্টমার কেয়ার থেকে এই বিশেষ সিমের জন্য রেজিস্ট্রেশন করা যাবে। পরবর্তীতে সিম সংগ্রহ করার তারিখ টেলিটকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে। তবে বইমেলায় থাকা প্যাভিলিয়ন থেকে সিম সরাসরি সংগ্রহ করা যাবে।
রেজিস্ট্রেশন এর সময়সীমাঃ
১/০২/১৫ থেকে ২৮/০২/১৫
১/০২/১৫ থেকে ২৮/০২/১৫
তাই দেরি না করে আজই লুফে নিন আপনার সিমটি।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন